দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : আজ রাজ্যে নারদকাণ্ডে নতুন করে নোটিস পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আজ পাঁচ তৃণমূল নেতানেত্রী সহ সাসপেন্ডেড আইপিএস অফিসার এসএমএইচ মির্জাকে নোটিস পাঠাল ইডি।
ইডি সূত্রে পাওয়া খবর অনুযায়ী নোটিস পাঠানো হয়েছে তৃণমূলের হেবিওয়েট নেতা শুভেন্দু অধিকারী, সৌগত রায় কে আর সেই সাথে হেবিওয়েট নেত্রী কাকলি ঘোষ দস্তিদার, আফরিন অপরূপা পোদ্দার ও রত্না চট্টোপাধ্যায়কে।
এদের পাশাপাশি, সাসপেন্ডেড আইপিএস অফিসার এসএমএইচ মির্জাকেও নতুন করে নোটিস পাঠানো হয়েছে।
কিন্তু হটাত্ করে কেন এই নোটিশ? ইডি সুত্রে যা জানা যাচ্ছে তা এই যে এই পাঁচ তৃণমূল নেতানেত্রী, এসএমএইচ মির্জা ও তাঁদের পরিবারের সদস্যদের যাবতীয় সম্পত্তি সংক্রান্ত তথ্য চেয়ে জুলাই মাসে ইডি কে জানানোর জন্যে ইমেল পাঠানো হয়। কিন্তু কোনো নেতা নেতৃত্বের তরফ থেকে কোনো রকম জবাব না মেলায় এবার নোটিস পাঠানোর সিদ্ধান্ত নেয় এই কেন্দ্রীয় সরকারী সংস্থা।
যদিও এই নোটিশ নিয়ে এখনো এই পাঁচ তৃণমূল নেতানেত্রী ও সাসপেন্ডেড আইপিএস অফিসারের প্রতিক্রিয়া মেলেনি। উলেখ্য, ২০১৬ সালে বিধানসভা নির্বাচনের আগে প্রকাশিত একটি ভিডিও ফুটেজ, যা নারদ স্টিং অপারেশন কান্ড হিসেবে পরিচিত, সেখানে এক ব্যবসায়ীর থেকে টাকা নিতে দেখা গিয়েছিল বেশ কয়েকজন তৃণমূল নেতাকে। এই নিয়ে সেই সময় বেশ হৈচৈ পড়ে গিয়েছিল।
নারদ নিউজের সম্পাদক ম্যাথু স্যামুয়েল জানিয়েছিলেন ২০১৪ সালে তিনি এই স্টিং অপারেশন করেছেন। স্টিং অপারেশনের ভিডিও ফুটেজে থাকা ১০জন তৃণমূল নেতাকেই ভয়েস স্যাম্পেলের জন্য তলব করেছিল ইডি ও সিবিআই।