দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: অভিনেতা, সঙ্গে আবার সাংসদও। দায়িত্বের শেষ নেই। শুটিং বন্ধ তবু রেহাই নেই দেবের। তবে আগামী ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার সিদ্ধান্ত নিলেন ঘাটালের তৃণমূল সাংসদ দেব।
মঙ্গলবার দুপুরে টুইট করে তিনি জানিয়েছেন, তার বাড়ির ম্যানেজার উত্তমের করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। তারপরেই ১৪ দিন নিজেকে গৃহবন্দি রাখার সিদ্ধান্ত নিয়েছেন দেব। অভিনেতা এও জানিয়েছেন, তাঁর ম্যানেজারের কোনও উপসর্গ নেই।
দেব আরও জানিয়েছেন, “আমার বাড়ির ম্যানেজার উত্তম আমার পরিবারের সদস্য হিসেবেই থাকেন। পজিটিভ ধরার পর আমার বাড়িতেই তাঁকে আইসোলেট করে রাখার বন্দোবস্ত করা হয়েছে। যদিও তার কোনও উপসর্গ এখনও দেখা যায়নি। আমি ১৪ দিনের জন্যে কোয়ারেন্টানে থাকবো। এতে আতঙ্কিত হওয়ার কোনও কারন নেই।”