দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
সাতসকালে ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গ ও উত্তরপূর্ব ভারত। আজ সকাল ৮টা ৪৫ মিনিটে ভূমিকম্প অনুভূত হল উত্তরবঙ্গের একাধিক জেলায়। শিলিগুড়িতেও কয়েক সেকেন্ড মৃদু ভূমিকম্প অনুভূত হয়। এখন পর্যন্ত তেমন কোন ক্ষয় ক্ষতির খবর সামনে আসেনি।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানাচ্ছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল মেঘালয়ের তুয়া থেকে ৭১ কিমি দূরে ভূ-পৃষ্ঠের ১৪ কিমি গভীরে। রিখটার স্কেলে ভুকম্পনের তীব্রতা ছিল 5.2। কয়েক সেকেণ্ডের জন্য এই কম্পন অনুভূত হয় বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, সোমবার রাতে ভূমিকম্পের জেরে কেঁপে উঠেছিল রাজধানী দিল্লি। সেই কম্পনও ছিল মৃদু মাত্রার। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৭। দেশে রাজধানী দিল্লি কখনও কোনও ভূমিকম্পের এপিসেন্টার হয়েছে এমন উদাহরণ একেবারে বিরল। ফেব্রুয়ারি মাসেই উত্তর ভারত সহ দিল্লিতে শক্তিশালী ভূমিকম্প হয়। সেই বার দিল্লি ছাড়াও কম্পনে কেঁপে ওঠে পঞ্জাব, নয়ডা, জম্মু, উত্তরাখণ্ড।
ফলে দিন দিন যেভাবে ভূমিকম্পের মাত্রা বাড়ছে তাতে আগামী দিনে বড় মাত্রায় বিপর্যয় আসতে পারেন। সেই বিষয়ে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।