দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
একুশের বিধানসভা ভোটে জয়ের পর এবার লক্ষ্য ২০২৪ ! চলতি মাসের শেষ দিকে দিল্লি যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্নে মমতা নিজেই জানান, তিনি জুলাইয়ের শেষ সপ্তাহে দিল্লি যাবেন। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে সাক্ষাতের পরিকল্পনা রয়েছে মুখ্যমন্ত্রীর। সূত্রের খবর, ২৫ জুলাই দিল্লি যাচ্ছেন মমতা। তাছাড়াও কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করতে পারেন তৃণমূল সুপ্রিমো।
দিল্লি সফর প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, নির্বাচনের প্রত্যেকবার দিল্লি যাই। করোনা পরিস্থিতিতে যাওয়া হয়নি। তাই সংসদের অধিবেশনের সময় যাব। অনেক পুরনো বন্ধুর সঙ্গে দেখা হবে। তাছাড়াও প্রধানমন্ত্রী মোদী ও রাষ্ট্রপতির সঙ্গেও তাঁর দেখা হওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন মমতা।
আরও পড়ুন : যোগী সরকারের প্রশংসায় পঞ্চমুথ প্রধানমন্ত্রী মোদী
সদ্য তৃতীয়বারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেছেন মমতা। একুশের নির্বাচনে মমতার সাফল্যের পর এবার ২০২৪ সালে নির্বাচনে দিল্লির লড়াইকে পাখির চোখ করেছে ঘাস ফুল শিবির। বিজেপি বিরোধী জোট তৈরির সলতে পাকানোর কাজে ঝাঁপিয়ে তৃণমূলের ভোটকুশলী প্রশান্ত কিশোর। সেই আঞ্চলিক দলের জোটের লক্ষ্যে মমতা, এমনটাই পর্যবেক্ষণ রাজনৈতিক মহলের একাংশের।মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।