30 C
Kolkata
Monday, September 25, 2023
More

    রাজ্যে করোনাকে বাগে আনা গেলেও উত্তর ২৪ পরগনায় করোনা বাঁধনহারা উদ্বিগ্ন নবান্ন

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো :মঙ্গলবার নবান্নের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন সেপ্টেম্বরের শেষ দিক থেকে করোনা আয়ত্তে আসবে। এই প্রসঙ্গে বিশেষজ্ঞদের মত কেই তিনি সামনে রেখেছেন। উল্লেখ্য, গত সোমবার থেকেই পশ্চিমবঙ্গে করোনা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতির ইঙ্গিত মিলছে। গত সোমবার থেকেই সংক্রমিত ব্যক্তির সংখ্যা এক ধাক্কায় বেশ অনেকটাই কমে তিন হাজারের নীচে নেমে এসেছিল। অপরদিকে, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৩০০ জনের বেশি ব্যক্তি করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠেছেন। অর্থাৎ পরপর তিনদিন রাজ্যে একদিনে আক্রান্তের থেকে সুস্থ হয়ে ওঠা ব্যক্তির সংখ্যা বেশি। যা রীতিমতো আশার খবর। সারা দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও ক্রমশ বাড়ছে টেস্টের সংখ্যা। এদিন রাজ্যে মোট ৪০ হাজার ০৩১ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। রাজ্যে এখনও পর্যন্ত মোট ১৬ লক্ষ ৭৪ হাজার ১৩৩ টি নমুনা পরীক্ষা করা হল।

    উল্লেখ্য, জুলাই ও আগস্ট মাসে করোনা সংক্রমণের শৃঙ্খল ভাঙতে সপ্তাহে একদিন-দুদিন করে রাজ্যজুড়ে সম্পূর্ণ লকডাউন হয়েছে। এ মাসের শেষ লকডাউন এখনও বাকি রয়েছে। আগামী মাসেও হবে লকডাউন। আজ মুখ্যমন্ত্রী নিজেই সেপ্টেম্বেরের লকডাউনের দিন ঘোষণা করেছেন। বিশেষজ্ঞরা প্রথম থেকেই বলে আসছেন, লকডাউনের সাফল্যের উপরেই করোনা পরিস্থিতির সাফল্য নির্ভরশীল। আর সেই কারণে প্রতিটি লকডাউন সফল করার জন্যে প্রশাসনিক তৎপরতা দেখা গিয়েছে। এই তৎপরতাই সুফল হিসেবে ফিরে আসছে। উল্লেখ্য, রাজ্যে পরবর্তী পূর্ণাঙ্গ লকডাউন রয়েছে ২৭ এবং ৩১ অগস্ট সেই সাথে সেপ্টেম্বর মাসে রয়েছে ৭, ১১ ও ১২ সেপ্টেম্বর।

    করোনা টেস্ট কিট

    তবে, আশার খবরের মধ্যেও রাজ্যের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে উত্তর ২৪ পরগনার সামগ্রিক করোনা পরিস্থিতি। এমনকী সোমবার নবান্নের প্রশাসনিক বৈঠক থেকেই নিজের দুশ্চিন্তার কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং । শুরুতে অনেক পিছিয়ে থাকলেও কলকাতাকে রীতিমতো টক্কর দিচ্ছে উত্তর ২৪ পরগনা। এই জেলাতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩১ হাজার ১১৭। এখনো অবধি মৃত্যু হয়েছে ৬৮৭ জনের। গত ২৪ ঘণ্টায় এই জেলায় নতুন করে আক্রান্ত ৫১২ জন ও মৃত্যু হয়েছে ১০ জনের। অন্যদিকে কলকাতায় এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩৭ হাজার ৮১৭ জন, মৃত্যু হয়েছে ১২২২ জনের। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৫৫৪ জন ও মৃত্যু হয়েছে ১৯ জনের।

    বুধবার স্বাস্থ্য দফতর থেকে প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯৭৪ জন। নয়া সংক্রমিত-সহ মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ লক্ষ ৪৭ হাজার ৭৭৫ জন। এর মধ্যে এখনও পর্যন্ত ১ লক্ষ ১৭ হাজার ৮৫৭ জন সুস্থ হয়ে উঠেছেন। গত ২৪ ঘণ্টায় করোনা জয়ীর সংখ্যা ৩ হাজার ৩১৪ জন, যা এখনও পর্যন্ত রেকর্ড। এর ফলে সুস্থতার হার বেড়ে হয়েছে ৭৯.৭৫ %। ফলে রাজ্যে এই মূহুর্তে ভর্তি থাকা করোনা রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ২৬ হাজার ৯৫৪ জনে। যদিও রাজ্যে একদিনে প্রাণ হারিয়েছেন আরও ৫৫ জন করোনা আক্রান্ত ব্যক্তি। ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২ হাজার ৯৬৪ জন।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    কতদিন বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে ? জানাল আলিপুর আবহাওয়া দপ্তর

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ঝাড়খণ্ডের উপর তৈরি হওয়া নিম্নচাপের জেরে বিগত ক’দিন ধরে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে...

    ‘‌ফেলো কড়ি , পাও পঞ্চায়েতের পদ’‌ ! বিস্ফোরক দাবি তৃণমূল বিধায়কের

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : এবার বিস্ফোরক অভিযোগ তুললেন তৃণমূল কংগ্রেস বিধায়ক ইদ্রিশ আলি। পঞ্চায়েত নির্বাচন মিটে গেলেও...

    বড় সিদ্ধান্ত মোদী সরকারের ! গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হতে চলেছে ‘বার্থ সার্টিফিকেট’

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : এবার থেকে বার্থ সার্টিফিকেটই হতে চলেছে সবেচেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। কারণ ১ অক্টোবর থেকেই...

    চিনের কাছে ৫-১ গোলে হারল ভারত !

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : পেনাল্টি বাঁচালেন ভারতের (Indian Football Team) গোলকিপার গুরমীত। দুর্দান্ত গোল করে ভারতের হয়ে...

    বিশ্ব বাজারে রেকর্ড অস্ত্র বিক্রি করল ভারত !

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : আমদানি নয়, বিশ্ববাজারে অস্ত্র বিক্রির আশা শুনিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় "প্রতিভা ও...