দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: ছোটদা’র অর্থাত্ সোমেন মিত্র’র প্রয়াণের পর রাজ্যে কংগ্রেসের ভার কার হাতে থাকবে এই নিয়ে যথেষ্ট জল্পনা চলছে রাজ্যের রাজনৈতিক মহলে। কোনো কোনো মহল থেকে অধীর চৌধুরীর নাম প্রস্তাব করলেও তাঁকে আপাতত সর্বভারতীয় পর্যায়েই দেখতে চাইছে জাতীয় কংগ্রেস। দলীয় সূত্রে এমনটাই খবর।
এখনও পর্যন্ত যা পরিস্থিতি তাতে প্রদেশ কংগ্রেসের প্রধানের দায়িত্ব পালনে উঠে আসছে রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্যের নাম। তবে শেষমূহুর্তে অন্য কোনও নামও যে উঠে আসতে পারে সে সম্ভাবনাও এড়িয়ে যাওয়া যাচ্ছে না। এই জল্পনা আরও দৃঢ় হয়েছে কারণ প্রদীপবাবু বুধবার দিল্লি গিয়েছেন। রাজ্যের কংগ্রেস মহল থেকে অনুমান আগামী দু-এক দিনের মধ্যেই এআইসিসির তরফে রাজ্য কংগ্রেস প্রধানের নাম ঘোষণা হতে পারে।
দলীয় সূত্রে খবর, এখন সংসদে বিরোধী দলনেতা অধীর চৌধুরী। ফলত: রাহুল গান্ধীর পর কংগ্রেসের হয়ে মোদী সরকারের বিপক্ষে মোকাবিলা করার দায়িত্ব তাঁর কাঁধেই। ফলে তাঁকে এই মূহুর্তে সেই দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েই রাজ্যের মসনদে বসাতে চাইছে না কংগ্রেস। অন্যদিকে, দলে প্রদীপ ভট্টাচার্যের গ্রহণযোগ্যতার বিষয়টিও বেশ গুরুত্বপূর্ণ। রাজ্যে তৃণমূলের সঙ্গে লড়াই করার জন্য বামেদের সঙ্গে কংগ্রেসের জোট সর্বজনবিদিত। তাই আগামী বছরের বিধানসভা নির্বাচনে সফল জোট গড়ার ক্ষেত্রে প্রদীপবাবু অনেকবেশি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারবেন বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।