দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: পয়লা সেপ্টেম্বর থেকে লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত ঝুলে রইল কারণ রাজ্যের তরফে কোনও আবেদন রেল বোর্ডে আসে নি। তবে দূরপাল্লার ট্রেনের সংখ্যা বাড়াতে রাজ্যের সঙ্গে কথা বলার জন্য রেল বোর্ড জেনারেল ম্যানেজারদেরকে নির্দেশ দিয়েছেন। যদিও এই মূহুর্তে শিয়ালদহ থেকে দূরপাল্লার ট্রেনের চাহিদা এখনও তেমন একটা নেই। তবে হাওড়া থেকে দূরপাল্লার ট্রেনের চাহিদা থাকায় পূর্ব রেল সে বিষয় নিয়ে আলোচনাতে তৎপর রয়েছে।
শুক্রবার শিয়ালদহে আলোচনায় বসেন ডিআরএম এসপি সিং। কিভাবে করোনা আতঙ্ক কাটিয়ে সেপ্টেম্বরের প্রথম দিনেই লোকাল ট্রেন চালনা করা যায় সেটাই ছিল আলোচনার বিষয়বস্তু। তবে আলোচনার শেষে তিনি সংবাদ মাধ্যমকে জানান, রাজ্য ও কেন্দ্রের লিখিত নির্দেশ না আসা পর্যন্ত লোকাল ট্রেন চালানো যাবে না। তবে যদি লোকাল ট্রেন চালনো শুরু হয় তাহলে শুধু মাত্র বারো বগির ট্রেন গুলিই চলবে। তবে কত শতাংশ ট্রেন প্রথমে ধাপে চলবে তা নির্ধারণ করবে রাজ্য সরকার।


আজ আলোচনাতে উঠে এসেছে রাজ্য যে সংখ্যা বেঁধে দেবে সেই পরিসংখ্যান মেনেই চলবে লোকাল ট্রেন। তবে রেল কর্তাদের প্রস্তাব সেই সংখ্যা ন্যূনতম পঞ্চাশ শতাংশের মধ্যে রাখতে হবে। কারণ, এখনও পরিস্থিতি অনুকূল না হওয়ায় মানুষজন বেরোচ্ছেন না। এই প্রসঙ্গে হাওড়ার ডিআরএম ইশাক খান জানান, রাজ্যের সম্মতি হাতে আসলেই স্বরাষ্ট্রমন্ত্রক ও রেলের অনুমতি নিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল স্বাভাবিক করবে রেল। রেলের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কিভাবে এবং কোথায় এই লোকাল ট্রেন চলবে তার চূড়ান্ত রূপরেখা ইতিমধ্যেই তৈরি করে রেখেছে রেল।
এদিকে, এই শুক্র ও শনিবার সব বুকিং কাউন্টারের মেশিন চালু রাখতে বলা হয়েছে। এই নির্দেশ মেনে হাওড়া, শিয়ালদহ ডিভিশনের সব স্টেশনগুলোতে বুকিং বাবুদেরও হাজির থেকে সব কাজ সম্পন্ন করতে বলা হয়েছে। দীর্ঘদিন অব্যবহৃত ব্যাটারির চার্জ ও প্রিন্টারের গোলযোগ মেরামত করে সক্রিয় রাখতেই এই নির্দেশ। জানিয়েছেন এক সিনিয়র ডিভিশন্যাল কমার্শিয়াল ম্যানেজার।
এর পাশাপাশি দূরপাল্লার ট্রেনে রাজ্যের অনুমোদনের পাশাপাশি ট্রেনটি যে রাজ্য দিয়ে গন্তব্যে পৌঁছবে সেই রাজ্যগুলির ছাড়পত্রেরও প্রয়োজন রয়েছে। শুধু তাই নয় কোন কোন স্টেশনে সেই ট্রেন দাঁড়াবে, কোথায় দাঁড়াবে না তাও ঠিক করে দেবে সংশ্লিষ্ট রাজ্য। রেল আজ স্পষ্টভাবে জানিয়েছে যে, ট্রেন চালানোর পর কোনও ভাবেই রাজ্যের বাধা যাতে না আসে সেই কারণে প্রত্যেক রাজ্যের ছাড়পত্রহাতে আসা সবার আগে প্রয়োজন। এই প্রসঙ্গে শিয়ালদহের ডিআরএম বলেন, “শনি ও রবিবার কেন্দ্রের অনুমতি আসে কি না দেখা যাক। কারণ, আনলক ফোরের নির্দেশ এই মাসের শেষ দিকে ঘোষণার কথা রয়েছে। “