দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: নদীয়ার চাকদহ নাট্যজনের উদ্যোগে আয়োজিত হল এক অভিনব পথনাটিকা। যার শিরোনাম “মাস্কবাদী”। হ্যাঁ, মার্ক্সবাদ নয় এ মাস্কবাদী’র আত্মকথা। মূলত: করোনা আবহে নিজের পাশাপাশি নিজের পরিচিত মানুষ গুলোকে সুরক্ষিত রাখতে মুখে মাস্ক পড়ার কোনো বিকল্প নেই। আর এই ভাবনাই উঠে এলো চাকদহ নাট্যজনের নতুন পথনাটিকায়।
করোনা আবহে মাস্ক পড়ে নিজের যত্ন নিন ও অপরকে বাঁচান এই থিমের ওপর নির্ভর করে এই প্রথম পথ নাটিকা উপস্থাপনা করলেন বসন্তকুমারী বিদ্যাপীঠ স্কুলের সামনে। নাট্যজনের উজ্জল চট্টোপাধ্যায়ের নির্দেশনায় ও সুমন পালের তত্ত্বাবধানে একদল যুবক যুবতী প্রকাশ্য রাস্তায় পথ নাটিকাটির উপস্থাপনা করে। যেহেতু এই মূহুর্তে সরকারী নির্দেশে প্রকাশ্যে নাটক যাএা বন্ধ, সেই অবসরে নিজেদের শৈল্পিক কাজকর্ম ঝালিয়ে নিলেন কলাকুশলী ও নির্দেশক উভয়েই।
উল্লেখ্য, এর আগেও সম্পূর্ণ মানবিক কারণে পরিযায়ী শ্রমিক দের খাবার ওষুধ পৌঁছে দেওয়া থেকে শুরু করে, আম্ফান ঝড়ের ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর মতো এবার করোনা মহামারীর দ্রুত বিস্তার রুখতে সচেতন করার দ্বায়িত্ব নিলেন তাঁরা।