দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: করোনা আবহ তাহলে কাটতে চললো। অনেকেই বলছেন ২০২০ সাল একটা দু:স্বপ্ন ভিন্ন আর কিছু নয়! তবে সত্যিই কী করোনা মহামারীর ভয়াবহ দিনগুলো পিছনে ফেলে, ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছে বাংলা? রাজ্য সরকারের পরিসংখ্যান কিন্তু সে কথারই আভাস দিচ্ছে। রাজ্য স্বাস্থ্য মন্ত্রকের সুত্র অনুযায়ী এই মূহুর্তে সুস্থতার হার ৮১ শতাংশের উপর। যা ইঙ্গিত করছে যে রাজ্যের করোনা পরিস্থিতি কিছুটা হলেও নিয়ন্ত্রণে।
পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, রবিবার (৩০’ শে আগস্ট) পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্ত বেড়ে হয়েছে ১ লক্ষ ৫৯ হাজার ৭৮৫ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ হাজার ১৯ জনের কোভিড ধরা পড়েছে। ইতিমধ্যে শুধু রবিবারই সারাদিনে ৪৩ হাজারের উপর নমুনা টেস্ট হয়েছে। যার মধ্যে পজিটিভ তিন হাজারের মতো রিপোর্ট এসেছে। তবে, দেড় লক্ষের উপর আক্রান্ত হলেও বাংলায় এই মুহূর্তে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা মাত্র ২৫ হাজার ৬৫৭ জন।
স্বাস্থ্য দফতরের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, কোভিডের নমুনা টেস্টের সংখ্যা ১৮ লক্ষের গণ্ডি ছাড়িয়েছে। রবিবার ছুটির দিন হলেও গত ২৪ ঘণ্টায় ৪৩ হাজার ৪৩৬টি নমুনা টেস্ট হয়েছে। সবমিলিয়ে রাজ্যে ১৮ লক্ষ ৪৫ হাজার ৩৯৬টি নমুনা টেস্ট হয়েছে। প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় রাজ্যে টেস্টের হার যথেষ্ট ভালো। প্রতি ১০ লক্ষে টেস্ট হয়েছে ২০ হাজার ৫০৪ জনের। মোট নমুনা টেস্টের ৮.৬৬ শতাংশের রিপোর্ট পজিটিভ এসেছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের মতে ৩০ শে আগস্ট পর্যন্ত গোটা রাজ্যে সুস্থ হয়েছেন ১ লক্ষ ৩০ হাজার ৯৫২ জন। যার মধ্যে শুধু রবিবারই সুস্থ হয়েছেন ৩,৩০৮ জন। যে কারণে এখন পর্যন্ত করোনাভাইরাস থেকে সুস্থতার হার ৮১.৯৬ %।
এ পর্যন্ত রাজ্যে মৃত্যু হয়েছে ৩ হাজার ১৭৬ জনের। গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ৫০ জন। শুধু কলকাতাতেই মৃত্যু হয়েছে ১৯ জনের। হাওড়ায় ৩ জনের। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় মারা গিয়েছেন যথাক্রমে ৭ ও ২ জন। বাঁকুড়াতেও ৫ জন মারা গিয়েছেন। পশ্চিম মেদিনীপুরে ১ জন ও পূর্ব মেদিনীপুরে ৪ জন মারা গিয়েছেন। পশ্চিম বর্ধমানে মৃত্যু হয়েছে একজনের। হুগলিতে মারা গিয়েছেন ২ জন। উত্তরবঙ্গের দার্জিলিং ও কোচবিহারে ও দক্ষিণ দিনাজপুরে ১ জন করে মারা গিয়েছেন।
উল্লেখযোগ্য ভাবে রাজ্যে কোভিডে মৃত্যুর এক-তৃতীয়াংশই কলকাতাবাসী। এই রবিবার পর্যন্ত কলকাতায় সবমিলিয়ে ১,২৮০ জন মারা গিয়েছেন। দ্বিতীয় স্থানেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে ৭২৬ জন মারা গিয়েছেন। তুলনামূলক ভাবে হাওড়ায় কোভিডের বলি ৩৬৬ জন। দক্ষিণ ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ১৯৭ জনের। হুগলিতে মারা গিয়েছেন ১৩০ জন। দার্জিলিং এ মারা গিয়েছেন ৭৫ জন।