পুরুলিয়া: সোমবার লকডাউনের মধ্যেই স্পেশাল ট্রেনে নিজেদের দেশে রওয়না দিল নাগাল্যান্ড সশস্ত্র পুলিশ। পুরুলিয়ার অযোধ্যা পাহাড়কে ঘিরে থাকা নাগাল্যান্ড সশস্ত্র বাহিনীর ১৪ নম্বর ব্যাটালিয়নের ৬ টি শিবির থেকে, এদিন দুপুরে বাস ও লড়িতে করে জওয়ানরা তাদের সমস্ত সরঞ্জাম নিয়ে পুরুলিয়া রেলওয়ে স্টেশনে উপস্থিত হয়। ১ নম্বর প্লাটফর্মে একে একে হাজির হতে থাকে এই বাহিনীর জওয়ানেরা। এর পাশাপাশি ওই ক্যাম্প গুলোতে আপাতত দায়িত্ব গ্রহণ করেছে রাজ্য পুলিশ।
স্পেশাল ট্রেনে আইআরবি নাগাল্যান্ড আর্ম পুলিশের এই ব্যাটেলিয়নের ৬ টি কোম্পানির জন্য ৬ টি কামরা বরাদ্ধ। এছাড়া আধিকারিক ও জিনিসপত্র আলাদা আলাদা কামরায় ওঠানো হয়। এদিন দুপুরে স্টেশন প্লাটফর্মেই এই বাহিনীর সমস্ত জওয়ান ও আধিকারিকরা দুপুরের খাওয়া সেরে নেন তারপর বাহিনীর আধিকারিকদের ব্রিফিং দেওয়ার পর নিজ নিজ বরাদ্ধ কামরায় উঠে পড়েন।
এদিন স্টেশনে এই বাহিনীর আধিকারিকদের সাথে সৌজন্যমূলক সাক্ষাত্ করতে যান পুরুলিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন) এ আরিশ বিলাল। এরপর সন্ধ্যে ৬:৩০ নাগাদ এই স্পেশাল ট্রেন পুরুলিয়া স্টেশন থেকে রওয়না হয়। দীর্ঘদিন বাদে নিজেদের ঘরে ফেরার আনন্দে ট্রেনে ওঠার সময় যতটা খুশি দেখা যায় জওয়ানদের চোখে মুখে ঠিক ট্রেন স্টেশন ছাড়তেই জানালার ভেতর থেকে জওয়ানদের দুচোখ ছলছল, নি:শব্দে বিদায় জানালো পুরুলিয়াকে।
অমিত সিংহ দেও’র ক্যামেরায় উঠে এল সেই সব মুহূর্ত-