দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
গত তিনদিন ধরে বৃষ্টির বিরাম নেই। বুধবার থেকে একটু স্বস্তির সম্ভাবনা থাকলেও ফের বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি হতে পারে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর। সকালেই বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বেশ কয়েকটি জেলায়। পূর্বাভাসে জানানো হয়েছে, পূর্ব বর্ধমান জেলার বেশ কিছু জায়গায় ঝড়- বৃষ্টি হবে। সার্বিকভাবে সারাদিন ধরেই থাকবে মেঘলা আকাশ।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস , কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে থাকবে মেঘলা আকাশ। কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াসে আশেপাশে, যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি কম। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াস, যারা স্বাভাবিকের ১ ডিগ্রি বেশি।
অন্যদিকে, প্রবল বৃষ্টিতে বিপদের আশঙ্কা তৈরি হয়েছে উত্তরবঙ্গে। বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও প্রশাসন সূত্রে জানা গিয়েছে। রাস্তায় গাছ পড়ে মৃত্যু হয়েছে একজনের।
বুধবারের পর থেকে নিম্নচাপের প্রভাব কমতে শুরু করবে। দুর্যোগ কেটে রোদ ঝলমলে আকাশ দেখা যাবে, এমন পূর্বাভাস এখনও হাওয়া অফিসের তরফে দেওয়া হয়নি। বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি চলবে।
আলিপুর আবহাওয়া দফতর আরও জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে যে নিম্নচাপটি ছিল সেটি উত্তর-পশ্চিম দিকে সরে গিয়ে বিহারের উপর অবস্থান করছে। যার জেরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টিপাত চলবে। উপকূলের কাছাকাছি জেলা গুলি বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা, মেদিনীপুর ও হাওড়ায় বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকবে। বৃহস্পতিবার থেকেই আকাশ পরিষ্কার হতে শুরু করবে। উত্তরবঙ্গের পাঁচটি জেলা, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে।
সপ্তাহান্তেই দুর্যোগ মিটবে। তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে। হালকা ঠাণ্ডা বাতাস বইবার সম্ভাবনাও রয়েছে। আগামী শুক্রবার থেকেই ধীরে ধীরে অনুভূত হবে শীত এমনটাই জানিয়েছে আলিপুর হাওয়া অফিস।