দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
বাংলাদেশে হিন্দুদের ওপর মৌলবাদী মুসলিমদের লাগাতার হামলার ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নীরবতা নিয়ে তা নিয়ে ফের একবার বিঁধলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, ‘দুধেল গাইদের জন্য মুখ খোলেননি মুখ্যমন্ত্রী।’ শুভেন্দু বলেন, ‘উনি তো গাজায় বোমা পড়লেও মিছিল বার করেন। বাংলাদেশের ঘটনা নিয়ে কেন মুখ খোলেননি বাংলার মেয়ে ? ৩০ শতাংশ নড়ে যাবে ?’
শুভেন্দুবাবুর দাবি, ‘আমরা ভোট পেয়েছি তা বিশুদ্ধ সনাতনী ভোট। তৃণমূলের ৪৭ শতাংশ ভোটের ৩০ শতাংশ দুধেল গাইদের।’ ওপার বাংলায় হিন্দুবিরোধী হিংসায় প্রথম থেকেই সরব বিজেপি। তৃণমূলের নীরবতা নিয়েও মুখ খুলেছেন বিজেপি নেতারা। সংখ্যালঘু ভোট ব্যাংককে তুষ্ট করতে বাংলাদেশের ঘটনা নিয়ে কোনও প্রতিক্রিয়া দিচ্ছে না তৃণমূল নেত্রী।
তৃণমূল নেতা তাপস রায় বলেন, ‘শুভেন্দু হিন্দুত্ববাদী হয়েও মুখোস পরে তৃণমূলে ছিল তা কারও জানা ছিল না। অশিক্ষিতের মতো কথার কোনও জবাব দেব না।’ প্রসঙ্গত বাংলাদেশে একের পর এক মণ্ডপ মন্দিরে ভাঙচুর করেছে চরমপন্থী মুসলিম না। কোরান অবমাননার গুজবে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে হিন্দুদের ওপর হামলা হয়। কিন্তু ইকবাল হোসেন নামে যুবককে সিসিটিভি ফুটেছে হনুমানের মূর্তির পায়ে কোরান রাখতে দেখা যায়।