দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: এবার বলিউড বাদশার দেখানো পথেই হাঁটলেন টলিগঞ্জের অভিনেতা ও তৃণমূল সাংসদ দেব। পূর্ব মেদিনীপুরের ডেবরায় নিজের অফিসটি আইসোলেশন ক্যাম্পে পরিণত করেছেন তিনি। বিষয়টি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন দেব নিজেই।
এপ্রিলের মাঝামাঝি সময়ে নিজেদের অফিস আইসোলেশন ওয়ার্ডের জন্য ছেড়ে দিয়েছিলেন শাহরুখ খান ও গৌরি খান দম্পতি। সেসময় চিকিৎসকের অভাবে অফিসটি ব্যবহার করতে না পারলেও, জুলাই থেকে সেখানে চিকিৎসা দেওয়া শুরু হয়েছে।
নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে দেব জানান, “ডেবরায় আমার অফিসটি আইসোলেশন ক্যাম্পে পরিণত হয়েছে। এখন এটা যাতে ভালোভাবে ব্যবহার করা যায়। আমার মনে হয়, এই দুর্দিনে সমস্ত রাজনৈতিক অফিসগুলোকে মানুষের সাহায্যে ব্যবহার করা উচিত।”
বর্তমানে ১৪ দিনের কোয়ারেন্টিনে রয়েছেন তিনি। ফলে তিনি সেদিন অফিসে উপস্থিত হতে পারেননি। তবে দেবের এমন উদ্যোগের প্রশংসা করেছেন অনেকেই। আবার কেউ কেউ অভিনেতাকে কটাক্ষ করে লেখেন, “তিনি বাংলার সোনু সুদ হতে চাইছেন।”
তবে কি বলিউড বাদশার দেখানো পথেই হাঁটলেন দেব?

