দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : বর্তমান সময় ভারতীয় উপমহাদেশে জঙ্গি সংগঠনগুলির সক্রিয়তা বেড়েছে। বিশেষ করে আফগানিস্তান তালিবানের দখলে চলে যাওয়ার পর থেকেই জঙ্গি সংগঠন গুলি আরও ক্ষমতাশালী হয়ে উঠেছে দক্ষিণ এশিয়ায়। এরাজ্যেও জঙ্গিদের সক্রিয়তা আরও বাড়ছে। সেই কারণেই একের পর এক জঙ্গি ধরা পড়ছে।
এবার দক্ষিণ ২৪ পরগনার সুভাষগ্রাম থেকে গ্ৰফতার করা হল এক বাংলাদেশি জেএমবি জঙ্গি। গ্ৰেফতার হওয়া ঐ জঙ্গির কাছ থেকে পাওয়া গেছে জালি পরিচয় পত্র। আপতত ঐ জঙ্গিকে জেরার করছে এনআইএ-এর অফিসারেরা। জানা গেছে, ঐ জঙ্গির নাম আবদুল মান্নান। অনুমান করা হচ্ছে এই দীপাবলির সময় বাংলায় নাশকতা ছড়ানো জন্য এই রাজ্যে এসেছিল ঐ জঙ্গি। জেরার পর আজ ঐ জঙ্গিকে আদালতে তোলা হবে।
প্রসঙ্গত, এর আগেও জেএমবি নামক এই জঙ্গি সংগঠনের বহু জঙ্গি ধরা পড়েছে এরাজ্যে। এরা সকলেই বাংলাদেশের নাগরিক বলে জানা গেছে। এখনও পর্যন্ত মোট ১৫ জন জঙ্গি ধরা পড়েছে।