করোনা মহামারীর দাপট সেপ্টেম্বরেও অব্যাহত। ভারতে রোজই বাড়ছে দৈনিক সংক্রমণের রেকর্ড। এই অবস্থায় বিমানযাত্রীদের জন্য নতুন নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় সরকার।
বৃহস্পতিবার কলকাতা বিমানবন্দরে দেখা মিলল কয়েকজন যাত্রীর। যাদের মধ্যে অনেকেই করোনার বিধিনিষেধ ঠিকমতো না জানায় তাঁরা যাত্রা করতে পারেননি।এমতবস্থায় কেন্দ্র বিমানযাত্রীদের জন্য এক নির্দেশিকা জারি করেছে যেখানে বলা হয়েছে,’এবার দেশের সবকটি বিমানবন্দরে হবে করোনা পরীক্ষা।করোনা পরীক্ষা করার আড়াই ঘণ্টার মধ্যেই যাত্রীদের মিলবে করোনা রিপোর্ট।
রিপোর্ট নেগেটিভ হলে তবেই বিমানে ওঠার অনুমতি মিলবে। এছাড়া জরুরি বিমানযাত্রার ক্ষেত্রে যাত্রীদের বিশেষ সুবিধাও দেওয়া হবে বলে জানা গিয়েছে। এই বিমানবন্দরই নমুনা সংগ্রহের কেন্দ্র এবং ওয়েটিং লাউঞ্জ। করোনা পরীক্ষা করানো হলে যাত্রীকেই বহন করতে হবে পরীক্ষার খরচ এবং করোনা পরীক্ষার জন্য আগে থেকেই করাতে হবে রেজিস্ট্রেশন। সাধারণত বিমানে যাত্রার ২ ঘণ্টা আগে বিমানবন্দরে আসতে হয়। কিন্তু যদি কোন যাত্রীর RTPCR রিপোর্ট না থাকে তাহলে সেই যাত্রীদের আসতে হবে আরও তাড়াতাড়ি’।
এবার থেকে বিমানবন্দরেই হবে করোনা পরীক্ষা নয়া ঘোষণা কেন্দ্র সরকারের

