দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: প্রায় কয়েক মাসের অপেক্ষার পর গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিছু দিন আগেই দিল্লি সফরে গেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার এই সফরের অন্যতম উদ্দেশ্য ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দেখা করার। সেই মতোই প্রধানমন্ত্রী সাথে বৈঠক বিভিন্ন বিষয়ে তুলে ধরেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
জানা গেছে, প্রধানমন্ত্রী মোদীকে বিএসএফের ক্ষমতা বাড়ানোর নিয়ে আপত্তি জানিয়েছে মুখ্যমন্ত্রী। এছাড়াও রাজ্যের প্রাপ্য টাকা মিটিয়ে দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া ৬০ হাজার টাকা চেয়েছেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয় বাংলায় প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি মেটাতে যা টাকা রাজ্যকে দেওয়ার তা দেওয়া হয়েনি। তাই সেই টাকাও রাজ্যকে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী আর্জি জানিয়েছেন নরেন্দ্র মোদীর কাছে।
তবে বৈঠক থেকে বেরিয়ে সম্পূর্ণ অন্য সুর মুখ্যমন্ত্রীর গলায়। তিনি বলেন, “রাজনৈতিক মতাদর্শগত এক নাই হতে পারে। তা বলে কেন্দ্র ও রাজ্য সংঘাত কাম্য নয়। রাজনৈতিক সম্পর্ক ও উন্নয়ন সম্পর্ক এক নয়। উন্নয়নের ক্ষেত্রে কেন্দ্র ও রাজ্য একসঙ্গে কাজ করা উচিত। কারণ রাজ্যের উন্নতি হলে দেশেরও উন্নতি হবে।”