দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: কোলকাতা শহরের অন্যতম গুরুত্বপূর্ণ পরিবহন ব্যবস্থার নাম হচ্ছে মেট্রোরেল। ভারতের মধ্যে প্রথম মেট্রোরেল চালু হয়েছিল কোলকাতাতেই। আর একবার চালু হওয়ার পর কখনও বন্ধ হয়েনি মেট্রোরেল। কিন্তু গতবছর করোনা পরিস্থিতির জন্য বেশ প্রথম কয়েক মাসের জন্য বন্ধ রাখা হয়েছিল মেট্রোরেল। তারপর অবশ্য চালু আবার চালু হয়েছে মেট্রোরেল। তবে এবার মেট্রোরেল ছুটবে সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ পর্যন্ত। কারণ চলতি মাসেই চালু হতে চলেছে সেক্টর ফাইভ–শিয়ালদহ মেট্রো।
এতদিন এই রেলপথের কাজ চলছিল। কিন্তু আর কিছু দিনের মধ্যেই এই কাজ সম্পন্ন হবে। তারপরেই চালু করে দেওয়া হবে এই মেট্রো। ইতিমধ্যেই রেলের আধিকারিকরা শিয়ালদহ মেট্রো স্টেশন এবং লাইন পরিদর্শনে গিয়েছিলেন। সেখানকার বিদ্যুৎ সরবরাহ, সিগন্যালিং থেকে সিসিটিভি মনিটারিং ও এয়ার কন্ডিশন সিস্টেম সহ যাবতীয় জিনিস তাঁরা খতিয়ে দেখেছে।
সুতরাং এবার খুব সহজেই শহরের এক প্রান্তের মানুষ অন্য প্রান্তে যাতায়াত করতে পারবে। অন্যদিকে এখন স্মার্টকার্ডের পাশাপাশি টোকেন ব্যবস্থাও চালু হয়ে গেছে যার ফলে এখন খুব সহজেই মানুষ মেট্রো পরিষেবার সুবিধা নিতে পারবেন।