দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
রাজ্যের সার্বিক করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মরিয়া প্রশাসন। ইতিবাচক পদক্ষেপের জেরেই ধীরে ধীরে সুস্থতার পথে এগোচ্ছে বাংলা। রাজ্য স্বাস্থ্য দপ্তরের দেওয়া বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনার কবলে পড়েছেন ৬২০ জন। শহর কলকাতায় একদিনে আক্রান্ত ১৭৭ জন। বর্তমানে রাজ্যের পজিটিভিটি রেট ১.৫৪ শতাংশ।
একদিনে ভাইরাসের বলি ১০ জন। করোনার সঙ্গে লড়াইয়ে আশার আলো দেখাচ্ছেন কোভিড জয়ীরা। গত ২৪ ঘণ্টাতে যেমন সুস্থ হয়ে উঠেছেন ৬২৭ জন। মোট ১৫ লক্ষ ৯২ হাজার ৭৪ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। বর্তমানে সুস্থতার হার ৯৮.৩২ শতাংশ।