দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: পুরভোটের আগে আবার দলবদলের ঘটনা ঘটল বাংলায়। এবার তৃণমূলে যোগ দিয়েছেন বিজেপি নেতা সুরজিৎ সাহা। বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল সুরজিতের সঙ্গে তৃণমূল নেতাদের বৈঠক কথা। এবার সত্যিই তৃণমূলে যোগ দিলেন তিনি। যদিও এই ঘটনা প্রথম নয়। বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ করার পরেই অনেকই বিজেপি ত্যাগ করে তৃণমূলে যোগ দিয়ে ছিলেন। এবারও একই ঘটনা ঘটেছে।
আজ শরৎসদনে হাওড়া জেলা সদর তৃণমূলের তফসিলি জাতি ও অনগ্রসর শ্রেণির কর্মী সম্মেলনে তৃণমূলের পতাকা হাতে তুলে নিয়েছেন সুরজিৎ সাহা। তবে শুধু তিনি নয়, তার সাথে আরও ৩১ জন বিজেপি নেতা আজ তৃণমূলে যোগ দিয়েছেন। পুরভোটের পর এই সকল নেতাদের বিভিন্ন পদে বসানো হবে।
আরও পড়ুন : এবার আমেরিকায় শিশুরা খুব দ্রুত করোনা আক্রান্ত হচ্ছে, এখনও পর্যন্ত প্রায় ৭২ লক্ষ শিশু আক্রান্ত হয়েছে
এছাড়াও আজ তৃণমূলে যোগ দিয়ে সুরজিৎ সাহা বলেন, “বিজেপির শুভেন্দু অধিকারী অভিযোগ করেছিলেন, আমাদের সঙ্গে তৃণমূলের নেতাদের গোপন যোগসাজশ ছিল আগে থেকেই। আমি চ্যালেঞ্জ জানিয়ে, ওনাকে এক বছর সময় দিচ্ছি। প্রমাণ করে দিন এই অভিযোগ সত্য। তাহলে আমি জনসমক্ষে ক্ষমা চাইব।”