দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: পুরীর সাথে প্রত্যেক বাঙালির এক নিবিড় সম্পর্ক রয়েছে। বাংলায় এমন কোনো বাঙালি নেই যে এক বারও পুরীর জগন্নাথদেবের মন্দির দর্শনের জন্য যায়নি। কিন্তু এবার পুরীর মন্দির দর্শন সম্ভব হবে বাংলা থেকেই। কারণ পুরীর মন্দিরের আদলেই নতুন এক মন্দির তৈরি হতে চলেছে দীঘায়। গতকাল এই প্রকল্পের ঘোষণা করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী প্রকল্পের জন্য ১২৮ কোটি টাকা বরাদ্দ করেছেন।
গতকাল এই প্রকল্পের কথা ঘোষণা করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “আমি আজই এ ব্যাপারে অর্থ বরাদ্দ করেছি। আমি চাই পুরীর মতোই জগন্নাথ মন্দির হোক দিঘায়।”
আরও পড়ুন : বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের শহীদদের সম্মান জানালেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী
আসলে এই মন্দির বানানোর স্বপ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেক দিন ধরেই ছিল। তবে নিজে মুখে এ কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। গত দু-বছর আগে দীঘায় গিয়ে এই মন্দির তৈরির হবে যে জমিতে তা দেখে এসেছিলেন মুখ্যমন্ত্রী। খুব শীঘ্রই এই মন্দির তৈরির কাজ শুরু হবে ঐ জমিতে।