দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: করোনা পরিস্থিতির শুরু পর থেকেই ব্যাপক লোকসান হয়েছে ব্যবসায়ীদের। কিন্তু একমাত্র মদ দোকানগুলোর লোকসান হয়েনি। গতবছর লকডাউন চলাকালীন মদ বিক্রির রেকর্ড করেছিল বাংলা। এবছর দূর্গাপূজার সময়েও মদ প্রচুর মদ বিক্রি হয়েছে বাংলায় যার প্রচুর টাকা আয় হয়েছে রাজ্য সরকারের। তবে এবার আগের বছরের রেকর্ড ভেঙে মদ বিক্রি থেকে আরও বেশি টাকা রোজগার করেছে রাজ্য সরকার।
রিপোর্ট অনুযায়ী আগের বছরের এই সময় মদ বিক্রি থেকে প্রায় ৫৭৮১.৩৮ কোটি টাকা রাজস্ব আদায় করেছিল রাজ্য সরকার। তবে এবার আগের রেকর্ডও ভেঙে ফেলছে। তাও মাত্র সাড়ে তিন মাসের মধ্যে। এবছর এখনও পর্যন্ত প্রায় ১২ হাজার কোটি টাকার রাজস্ব আয় করেছে রাজ্য সরকার।
এক সময় রাজ্য সরকার এই মদ বিক্রি থেকে ৫০০ কোটি টাকার রাজস্ব আদায় করতে পারত না রাজ্য। কিন্তু এই বছর দাম বেশি থাকা সত্ত্বেও মদ বিক্রিতে কোনো বাঁধা আসেনি। বরং গতবছরের রেকর্ড খুব সহজেই ভেঙেছে।