দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
শুক্রবার শীতের দাপট বেশ খানিকটা বেড়েছিল। আজ মরশুমের শীতলতম দিন। এদিন শীতের জেড়ে জবুথবু হয়ে গিয়েছে বাঙালি। আলিপুর জানিয়েছে, এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে দু’ ডিগ্রি কম। দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতে ১২ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গিয়েছে তাপমাত্রা। আগামী দু’ দিন এমনই পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে বলে খবর।
রাজ্যের আবহাওয়া মুক্ত শুষ্ক থাকবে। হাওয়া অফিস জানিয়েছে, বৃষ্টির সম্ভাবনা নেই রাজ্যে। উত্তর ও দক্ষিণবঙ্গে একই চিত্র দেখা যাবে বলেই জানা যাচ্ছে। আগামী তিন দিন বেশ খানিকটা নামবে তাপমাত্রার পারদ। শীতের অবাধ বিচরণ থাকবে রাজ্যে। বড়দিন এবং নিউ ইয়ারের আগে তাপমাত্রা আরও নামতে পারে।
ডিসেম্বরের শেষের দিকে ঝোড়ো ব্যাটিং চালাবে আবহাওয়া। আবহাওয়াবিদরা আগেই জানিয়েছিলেন, এ বছর জাঁকিয়ে শীত পড়বে রাজ্যে। ভূতত্ত্ববিদ সুজীব কর জানিয়েছিলেন, এ বছর দীর্ঘ শীত পাবে বাংলা। যদিও মাঝেমধ্যেই শীতের আমেজ ফিকে করবে বৃষ্টি। তবে আগামী দু’ থেকে তিনদিন বৃষ্টিবিহীন শীতল দিন উপভোগ করতে পারবে রাজ্যবাসী।