দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
গত ২৪ ঘণ্টায় রাজ্যে ফের বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা। নতুন করে সংক্রমিত হয়েছেন ৪৪০ জন। যা আগের দিনের তুলনায় খানিকটা বেশি। বেড়েছে মৃত্যও। একদিনে করোনার বলি ১২ জন। এদিন বিদেশ ফেরত আরও একজনের শরীরে মিলেছে করোনার জীবাণু। তবে তিনি ওমিক্রন আক্রান্ত কি না, তা জানা যায়নি।
স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে ১৭৭ জন কলকাতার। রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৬,২৭, ৯৩০ জন। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৯, ৬৮৮ জন। একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ৪৫১ জন। গত ২৪ ঘণ্টায় পজিটিভিটি রেট ১.৩৪ শতাংশ। বর্তমানে রাজ্যে সেফ হোমের সংখ্যা ২০০।