দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
স্লগ ওভারের ধাক্কা খেল শীত। একটানা ঝোড়ো ব্যাটিংয়ের পর বাড়ল শহরের তাপমাত্রা। গত সপ্তাহ থেকে টানা পারদ পতনের পর একলাফে ২ ডিগ্রি বেড়ে গেল তাপমাত্রা। ফলে কিছুটা হলেও ছন্দপতন ঘটল। সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই কমে হওয়ায় সকাল থেকেই শীতের আমেজ বজায় রয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। এদিনের সর্বোচ্চ তাপমাত্রা ২২.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে চার ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯১ শতাংশ।
চলতি মরশুমে বহু প্রতীক্ষার পর অবশেষে দেখা পাওয়া গিয়েছিল শীতের। উত্তুরে হাওয়ার সৌজন্যে দাপুটে ইনিংস খেলছিল শীত। রোজ একটু একটু করে নামছিল তাপমাত্রার পারদ। ফলে ডিসেম্বরের মাঝামাঝি পারদ পতনে রীতিমতো খুশি হয়েছিলেন শীতপ্রেমীরা। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, ফের একবার চড়তে শুরু করবে তাপমাত্রার পারদ। বড়দিনের আগেই আবহাওয়ায় ঘটবে ‘হঠাৎ বদল’।