দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
শিক্ষামন্ত্রী বলে ছিলেন জানুয়ারি মাসে পঞ্চম থেকে অষ্টম শ্রেণির ক্লাস খোলা হবে। বিদ্যালয়ে এসে ক্লাস করতে হবে প্রত্যেক পড়ুয়াকে। কিন্তু সেই পরিকল্পনায় জল ঢেলে দিল ওমিক্রন। করোনার নয়া প্রজাতির আতঙ্কে আপাতত ছোটদের ক্লাস হবে না বলে জানিয়ে দিল শিক্ষা দফতর। তার বিনিময়ে বিশেষ উদ্যোগ নিল রাজ্যের শিক্ষা দফতর।
আগামী ৭ জানুয়ারি থেকে পঞ্চম থেকে অষ্টম শ্রেণির ক্লাস শুরুর কথা ছিল, তার প্রস্তুতি নিচ্ছিল শিক্ষা দফতর। ওমিক্রনের আতঙ্কে আপাতত পঞ্চম থেকে অষ্টম শ্রেণির ক্লাস চালু না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উক্ত ক্লাসের পড়ুয়াদের অভিভাবকদের হাতে বই তুলে দেওয়া হবে। মিড ডে মিল দেওয়া হয় সেই পদ্ধতি বজায় রেখে নতুন শ্রেণির পাঠ্যপুস্তক অভিভাবকদের হাতে তুলে দেওয়া হবে স্কুলগুলির তরফে।
করোনার নয়া প্রজাতির সংক্রমণ নিয়ে চিন্তা স্বাস্থ্য মহলের। ১৮-এর নীচে কারোর টিকাকরণের কাজ শুরুই হয়নি। কবে টিকা আসবে সিদ্ধান্ত নেওয়া হয়নি, তাই ঝুঁকি রয়েছে। সেই কথা মাথায় রেখেই পঞ্চম থেকে অষ্টম শ্রেণির পড়ুয়াদের ক্লাস করানোর পথে আপাতত হাঁটছে না শিক্ষা দফতর।
করোনা আতঙ্ক কাটিয়ে গত ১৬ নভেম্বর রাজ্যে খুলেছে স্কুল-কলেজ। শুধুমাত্র নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত চলছে ক্লাস। কিন্তু স্কুলে যাওয়ার হার খুবই কম। যা চিন্তা বাড়িয়েছে শিক্ষা দফতরের। স্কুলছুটদের পড়াশুনার দিকে ফেরাতে বিশেষ ব্যবস্থা নিচ্ছে শিক্ষা দফতর।