দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
উত্তুরে হওয়ার দাপটে ঝোড়ো ইনিংস খেলছিল শীত। পশ্চিমী ঝঞ্ঝায় বাধাপ্রাপ্ত হয়ে আপাতত কয়েকদিন ‛শীতঘুমে’ গেল শীত। বুধবার থেকে ক্রমশ ঊর্ধ্বমুখী শহরের তাপমাত্রা। টানা পারদ পতনের পর একলাফে ১৩ ডিগ্রিতে পৌঁছে গিয়েছে পারদ। কিছুটা হলেও শীতের ছন্দপতন ঘটেছে তা বলাই বাহুল্য।
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৩.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। নতুন বছরের শুরুতেও কি আদৌ জাঁকিয়ে শীত অনুভব করতে পারবে রাজ্যবাসী ? আবহাওয়াবিদরা বলছে , পশ্চিমী ঝঞ্ঝা কেটে গেলে ফের উত্তুরে হওয়া বিনা বাধায় ঢুকবে রাজ্যে। আবার পারদ পতন জারি থাকবে। উত্তুরে হাওয়ার উপর ভর করে ফের রাজ্যে পড়বে শীত। আবহাওয়া বদলের সঙ্গে সঙ্গে জ্বর-সর্দি-কাশিতে ভুগছেন অনেকে। তবে এই নিয়ে বিশেষ মাথা ঘামাতে নারাজ শীতপ্রেমীরা।