দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: চুরি হল ঠাকুর বাড়ির নেম প্লেট। এই ঘটনায় আশ্চর্য হয়েছেন অনেকেই। এই ঘটনার বিরুদ্ধে মামলা দায়ের করার কথা ঘোষণা করেছেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসুরায় চৌধুরী। যদিও এই ঘটনা ততটা বড়ো ঘটনা নয় তবুও সবাই জানতে পারার পর শোরগোল লেগে গেছে।
আসলে বর্তমান সময় ঠাকুর বাড়িকে একটি মিউজিয়ামে পরিণত করা হয়েছে। একসময় এই মিউজিয়ামে বিদেশি পর্যটকদের দেখতে পাওয়া যেত। কিন্তু এখন কোভিড পরিস্থিতির সেভাবে মানুষের ভিড় দেখা যায় না এই মিউজিয়ামে। কিন্তু তাও এই ধর ঘটনা নিয়েও ঘটনা ঘটেছে।
তবে নেম প্লেট উধাও হওয়ার ঘটনায় নিয়ে এখন বেশ উদ্বিগ্ন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের কতৃপক্ষ। তাই নেম প্লেট কে চুরী করেছে? সেই তথ্য জানতে তদন্তের দাবি জানিয়েছে তাঁরা।