দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় উৎসব গুলির মধ্যে একটি হচ্ছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দূর্গা পূজা। সেই আদিকাল থেকে বাংলায় মা দূর্গার পুজা করা হচ্ছে। এখন বাংলা ভাগের পরেও প্রত্যেক বছর এই ঐতিহ্যবাহী দূর্গাৎসব অনুষ্ঠিত হচ্ছে দুই বাংলায়। কিন্তু কোলকাতার দূর্গা পূজা উদযাপন সবচেয়ে জনপ্রিয়। সেই কারণেই এবছর ইউনেস্কো তরফে হেরিটেজ স্বীকৃতি দেওয়া হয়েছে কোলকাতার দূর্গা পূজাকে। আর এই স্বীকৃতির দেওয়ার পর দূর্গা পূজার উৎসবকে আরও আকর্ষণীয় করতে মরিয়া হয়ে উঠেছে রাজ্যের রাজ্য সরকার।
সেই কারণেই এবার দূর্গা পূজা উদযাপনের দিন সংখ্যাও বাড়িয়েছে রাজ্য সরকার। আগামী বছর দূর্গা পূজা শুরু হওয়ার ১০ দিন আগেই দূর্গা পূজার উদযাপন শুরু করার কথা ঘোষণা করেছে রাজ্য। এই বিষয়ে নিয়েই বিশেষ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে তিনি বলেছেন, “কোলকাতাই সেরা। সেরার সেরা হতে হবে কলকাতাকে। হেরিটেজের জন্য আমরা সেলিব্রেশন করব। আগামী বছর দুর্গাপুজোর ১০ দিন আগে থেকে শুরু হবে সেলিব্রেশন।”
আরও পড়ুন : এবছর পৌষ মেলা না হওয়ার জন্য রাজ্য সরকারকে দায়ী করল বিশ্বভারতীর উপাচার্য
প্রসঙ্গত, কিছু দিন আগেই ইউনেস্কোর তরফে বিশেষ স্বীকৃতি দেওয়া হয়ে কোলকাতার দূর্গা পুজাকে। টুইটারে এই বিষয়ে একটি পোস্টও শেয়ার করেছিল ইউনেস্কো। এই পোস্টটিতে লেখা ছিল, “মানবসভ্যতার অতুলনীয় সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় এবার কলকাতার দূর্গা পুজো।” ইউনেস্কোর এই টুইটের পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দূর্গা পুজা উদযাপনের দিন সংখ্যা বাড়ানোর কথা ঘোষণা করেছেন।