দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: রাজ্যে উৎসবের মরসুমে নাশকতা এড়াতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছিল প্রশাসন। আর কিছু পরেই বড় দিন ও নিউ ইয়ার পালন করা হবে কোলকাতায়। তার আগে আবার নিরাপত্তার চাদরে মুড়ে ফেলতে চলেছে কোলকাতা শহরকে। বড় দিন ও নিউ ইয়ারের সময় ভিড় সামলাতে এবং নাশকতা এড়াতে প্রায় তিন হাজার পুলিশকে মোতায়েন করা হবে শহরের বিভিন্ন প্রান্তে।
আসলে দূর্গা পূজা ও কালীপুজোর মতো বড় দিন ও নিউ ইয়ারের সময় প্রচুর মানুষের ভিড় দেখা যায় কোলকাতায় ফলে সম্ভবনা রয়েছে কোনো অশান্তি সৃষ্টি হওয়ার এছাড়াও সকলে কোভিড বিধি মানছেন কি না তা নজর রাখতেই এই পুলিশবাহিনীকে মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এই সময় সবচেয়ে ভিড় দেখা যায় কোলকাতার পার্কস্ট্রিট, ভিক্টোরিয়া, সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ, চিড়িয়াখানা, ময়দান প্রভৃতি এলাকা।
আরও পড়ুন : আগামী বছরের দূর্গা পুজা নিয়ে বড়োসড়ো ঘোষণা রাজ্য সরকারের, ২০২২ সালে ১০ দিন আগে থেকেই শুরু হবে দুর্গা পুজা
তবে শুধু পুরুষ কর্মীরাই নয়, থাকছে কোলকাতা পুলিশের বিশেষ মহিলা বাহিনী। মহিলাদের সুরক্ষার জন্যই এই মহিলা বাহিনীকে মোতায়েন করা হবে শহরের বিভিন্ন এলাকায়। শহরের জনপ্রিয় শপিং মল, চার্চ, মেট্রো স্টেশনের বাইরে ও পানশালার ভিতরে নজরদারি চালাবে পুলিশ।