দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: এরাজ্যে ডিজি বীরেন্দ্রর কার্যকাল শেষ হওয়ার পরেই অস্থায়ী ভাবে এই পদের দায়িত্ব দেওয়া হয়েছিল মনোজ মালব্যকে। তারপর থেকেই তাকে স্থায়ী পদ দেওয়া নিয়ে নানান কথা উঠেছে। কিন্তু এবার কেন্দ্রীয় সরকারের ছাড়পত্র দেওয়ার পর খুব শীঘ্র তাকেই এই পদে বসানোর হবে। গতকাল কেন্দ্রর ছাড়পত্র পৌঁছেছে রাজ্য সরকারের স্বরাষ্ট্রদফতরের কাছে।
এবার খুব শীঘ্রই রাজ্য সরকার এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করবে। তারপরেই মালব্যকে এই পদে স্থায়ী করা হবে। অস্থায়ী ডিজি হিসেবে বহু দিন ধরেই এই পদের দায়িত্ব খুবই ভালো ভাবে সামলেছেন মনোজ মালব্য। তাই জল্পনা তৈরি হয়েছিল তার কার্য ক্ষমতার জন্যেই হয়তো এবার তাকে স্থায়ী করা হবে এই পদে।
আরও পড়ুন : বড় দিন ও নিউ ইয়ার উপলক্ষে কোলকাতার নিরাপত্তা আরও বাড়ানো হবে, প্রায় ৩ হাজার পুলিশ মোতায়েন করা হবে শহরে
সেই জল্পনা এবার সত্যিই হল। তাকে ডিজির পদে স্থায়ী করা হবে আর কিছু দিনের মধ্যেই। তবে এই কাজ করার আগে রাজ্য সরকারও একটি বিজ্ঞপ্তি জারি করবে।