দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
বড়দিনে বাড়বে তাপমাত্রা। পূর্বাভাস মতো, গত দুদিন ধরে তাপমাত্রা বাড়তে শুরু করেছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে ফের নামবে তাপমাত্রা।
আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিন তাপমাত্রা বাড়বে। শনিবার বড়দিনে তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকলেও শীতের আমেজ ভোগ করতে পারবে রাজ্যবাসী। পশ্চিমী ঝঞ্জার কারণে তাপমাত্রা কিছুটা বাড়ছে। এখনই শীত বিদায় নয়। জানুয়ারির মাসের প্রথম সপ্তাহে আবার নামবে তাপমাত্রার পারদ।
তাপমাত্রা বাড়ার কারণ হল পশ্চিমী ঝঞ্ঝা। শ্রীলঙ্কা এবং ভারত মহাসাগরের কাছাকাছি একটি ঘূর্ণাবর্ত রয়েছে, যেটি আজ দুপুরে নিম্নচাপ অক্ষরেখায় পরিণত হবে। কিছুদিন আগে পশ্চিমাঞ্চলে একাধিক জায়গায় তাপমাত্রা দশের নীচে নেমে গিয়েছিল। তাও বাড়তে শুরু করেছে। বড়দিনে জোড়া পশ্চিমী ঝঞ্ঝার কাঁটা ফলে ঠান্ডা কমবে। কলকাতার তাপমাত্রা পৌঁছতে পারে ১৫ ডিগ্রি সেলসিয়াসে।