মুকুল রায় তৃণমূল কংগ্রেসে যোগ দেননি। মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ সংক্রান্ত স্পিকারের শুনানিতে অংশ নিয়ে জানালেন মুকুল রায়ের আইনজীবী সায়ন্তক দাস৷ যদিও মুকুল রায়ের আইনজীবীর এই দাবির পাল্টা লিখিত প্রতিবাদ জানাতে চলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আইনজীবী বিল্বদল ভট্টাচার্য৷
মুকুল রায় তৃণমূলে যোগ দেওয়ার পর তাঁর বিধায়ক পদ খারিজের দাবি জানিয়ে স্পিকারের কাছে অভিযোগ জানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ মুকুলের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন প্রয়োগের দাবি জানান বিরোধী দলনেতা৷ তার পরিপ্রেক্ষিতে শুনানি চালাচ্ছেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়৷
আগামী ৩রা জানুয়ারি ফের শুনানি হতে চলেছে। আর ১৭ই জানুয়ারি এই মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে। প্রসঙ্গত বিধানসভ নির্বাচনের ফল প্রকাশের পর ১১ই জুন মুকুল রায় তৃণমূলে যোগ দেন। তারপর মুকুলের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন প্রয়োগে তৎপর শুভেন্দু অধিকারী।