দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
উৎসবের মরশুমে কলকাতার করোনা পরিস্থিতি চিন্তায় রাখছে রাজ্যবাসীকে। একদিনে কলকাতায় আক্রান্তের সংখ্যা ছাড়াল ২০০-র গণ্ডি। সামান্য বাড়ল অ্যাকটিভ কেসও। রাজ্য স্বাস্থ্য দপ্তরের দেওয়া বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৫৫০ জন। এর মধ্যে শহর কলকাতায় একদিনে আক্রান্ত ২১৭ জন।
বর্তমানে রাজ্যের পজিটিভিটি রেট ১.৪৯ শতাংশ। একদিনে করোনার বলি ৫ জন। গত ২৪ ঘণ্টাতেই যেমন সুস্থ হয়ে উঠেছেন ৫৩২ জন। মোট ১৬ লক্ষ ২ হাজার ৩৭৭ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। বর্তমানে সুস্থতার হার ৯৮.৩৩ শতাংশ। বর্তমানে করোনায় চিকিৎসাধীন ৭ হাজার ৪৪৬ জন।