দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
বড়দিনে হাওয়া বদল। পশ্চিমী ঝঞ্ঝার জেরে বাধাপ্রাপ্ত উত্তুরে হাওয়া। ফলে বড়দিনে রাজ্যের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি বাড়তে পারে। রাজ্যে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। বড়দিনে ‘বড়বদল’, জোড়া পশ্চিমী ঝঞ্ঝার জেরে ফের বাধাপ্রাপ্ত উত্তুরে হাওয়া। উত্তর-পশ্চিম ভারতে অবস্থান করছে দুই পশ্চিমী ঝঞ্ঝা। দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত। কলকাতা সহ জেলাগুলির তাপমাত্রা বাড়বে কয়েক ডিগ্রি।
পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তরবঙ্গে হতে পারে বৃষ্টিপাত। দার্জিলিং, কালিম্পঙে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সিকিমে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। শহর কলকাতার তাপমাত্রা আজ বাড়বে। বড়দিনে শীতের আমেজে উৎসবের আনন্দে মেতে ওঠার পরিকল্পনা বানচাল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
বড়দিনে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৭ ডিগ্রি সেলসিয়ায়, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯৬ শতাংশ। ফের কবে ঝোড়ো ইনিংস খেলবে শীত? প্রশ্ন অনেকের মনে।
আলিপুর আবহাওয়াবিদরা জানাচ্ছেন, নতুন বছরে কেমন থাকবে কলকাতার আবহাওয়া, তা এখন থেকেই বলা সম্ভব নয়। নতুন বছরের প্রথম সপ্তাহ পর্যন্ত দাপট দেখাতে পারবে না ঠান্ডা।