দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
বড়দিনে সামান্য হলেও স্বস্তি। রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা একটু বাড়লেও কলকাতার কোভিড পরিসংখ্যানে সুখবর। গত ২৪ ঘণ্টায় কলকাতায় নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা দু’শোরও কম। একদিনে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ৫৫২ জন। একদিনে মৃত্যু হয়েছে ৪ জনের। গত ২৪ ঘণ্টায় ৫৩৬ জন সুস্থ হয়ে উঠেছে। সুস্থতার হার ৯৮.৩৩ শতাংশ। পজিটিভিটি রেট ১.৭১%। করোনার নয়া স্ট্রেন ওমিক্রন থাবা বসিয়েছেন ৫ জনের শরীরে।
ওমিক্রন আতঙ্কের জেরে ফের রাজ্যে করোনাবিধি খানিকটা কঠোর করা হয়েছে। বড়দিন , ইংরাজি নববর্ষে পথঘাটে বড়সড় জমায়েত রুখতে কড়া পুলিশি নজরদারি চলছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ, মাস্ক, ডবল ডোজ ছাড়া বাইরে বেরবেন না। বড়দিনে পার্ক স্ট্রিটের অন্য বছরের মতোই ভিড়ের ছবি দেখা গেল। যদিও মাস্ক ছাড়া বেরননি কেউ। তা সত্ত্বেও সংক্রমণ ছড়িয়ে পড়া নিয়ে আশঙ্কা থাকছেই।