দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
নিয়ন্ত্রণে বাংলার সার্বিক করোনা পরিস্থিতি। তবে কলকাতার দৈনিক সংক্রমণ ফের ছাড়াল দুশোর গণ্ডি। সামান্য কমল অ্যাকটিভ কেসও। স্বাস্থ্য দপ্তরের দেওয়া বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনার কবলে পড়েছেন ৫৪৪ জন। এর মধ্যে শহর কলকাতায় একদিনে আক্রান্ত ২১৯ জন। গতকাল সংখ্যাটা দু’শোর নিচে নামলেও এদিন ফের তা ঊর্ধ্বমুখী।
সেই সঙ্গে বড়দিন উপলক্ষে যেভাবে মানুষ ভিড় জমাচ্ছেন, তাতে যেন সংক্রমণের আশঙ্কা আরও বাড়ছে। সরকারের তরফে প্রত্যেককে সতর্ক করা হচ্ছে। ওমিক্রন ঠেকাতেও নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ। বর্তমানে রাজ্যের পজিটিভিটি রেট ২.৪১ শতাংশ। এদিকে একদিনে ভাইরাসের বলি ৫ জন। এখনও পর্যন্ত রাজ্যে ১৯ হাজার ৭১৬ জনের মৃত্যু হয়েছে।
তবে করোনার সঙ্গে লড়াইয়ে আশার আলো দেখাচ্ছেন কোভিডজয়ীরা। গত ২৪ ঘণ্টাতেই যেমন সুস্থ হয়ে উঠেছেন ৫৪৭ জন। এ নিয়ে মোট ১৬ লক্ষ ৩ হাজার ৪৬০ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। বর্তমানে সুস্থতার হার ৯৮.৩৩ শতাংশ। বর্তমানে করোনায় চিকিৎসাধীন ৭ হাজার ৪৫০ জন।