দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: বর্তমান সময় বিশ্বের বহু দেশেই আবার করোনা সংক্রমণ বাড়ছে। বিশেষ করে ইউরোপ ও আফ্রিকার দেশগুলিতে খুব দ্রুত গতিতে বাড়ছে আক্রান্তের সংখ্যা। আর এই সংক্রমণ বৃদ্ধি পাওয়ার পিছনে দায়ী করোনার নতুন প্রজাতি যার নাম ওমিক্রন। ডেল্টা ভ্যারিয়্যান্টের চেয়েও দ্রুত গতিতে বাড়ছে এই প্রজাতির সংক্রমণ।
কয়েক সপ্তাহ আগেই ওমিক্রন প্রবেশ করেছে ভারতে তারপর থেকেই দেশের একের পর এক রাজ্যে খুব দ্রুত গতিতে সংক্রমিত হয়েছে এই ভাইরাস। এখন দেশে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২২ জন। তবে শুধু অন্যান্য রাজ্য নয়, বাংলাতেও আজ আবার ৪ জন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে। ঐ ৪ জন ফিরছে ব্রিটেন থেকে। আজ বিমানবন্দরে ঐ ৪ জনের করোনা পরীক্ষা করায় রিপোর্ট পজিটিভ আসে। তারপরেই তাদের বেলেঘাটা ID হাসপাতালে পাঠানো হয়। যদিও এখনও সঠিকভাবে বলা সম্ভব নয় যে তারা ওমিক্রন আক্রান্ত কি না।
আরও পড়ুন : শীঘ্রই বুষ্টার ডোজ দেওয়া শুরু হবে এদেশে, কিন্তু দ্বিতীয় ডোজ দেওয়ার কত দিন পর দিতে হবে এই ডোজ? জেনে নিন
তবে এই চার জন যদি ওমিক্রন আক্রান্ত হয়ে তাহলে এরাজ্যে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াবে ১০ জন। গতকাল পর্যন্ত রাজ্যে আক্রান্তের সংখ্যা ছিল ৬ জন। এখন দেখা যাক তাদের জিনোম সিকোয়েন্সিয়ের রিপোর্টে পজিটিভ আসে কি না।