দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
ডিসেম্বরের শেষ সপ্তাহে ওভারকোট, মাঙ্কিটুপির বদলে ছাতা-রেনকোটের খোঁজ। পশ্চিমী ঝঞ্ঝার দাপটে ফের পাততাড়ি গুটিয়েছে কড়া ঠান্ডা রাজ্যের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। সঙ্গে রয়েছে বৃষ্টির পূর্বাভাসও।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকলেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু জেলায়। উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পঙে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিন থেকেই। পুরুলিয়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমানেও। ২৮-২৯ ডিসেম্বর বাড়তে পারে বৃষ্টির তোড়। ২৯ তারিখ পুরুলিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রামে ঝেঁপে নামবে বৃষ্টি।
জোড়া পশ্চিমী ঝঞ্ঝার জেরে ফের বাধাপ্রাপ্ত উত্তুরে হাওয়া। কলকাতা সহ জেলাগুলির তাপমাত্রা বাড়বে কয়েক ডিগ্রি। বঙ্গোপসাগর থেকে আসা জলীয়বাষ্প পূর্ণ হাওয়ার কারণে বছর শেষে বাংলা ভিজবে বৃষ্টিতে। সোমবার শহরের তাপমাত্রা ঘোরাফেরা করবে ২৬ ডিগ্রি এবং ১৬.৫ ডিগ্রি সেন্টিগ্রেডের আশপাশে।
আলিপুর আবহাওয়াবিদরা স্পষ্ট জানাচ্ছেন, নতুন বছরে কেমন থাকবে কলকাতার আবহাওয়া, তা এখন থেকেই বলা সম্ভব নয়। তবে নতুন বছরের প্রথম সপ্তাহ পর্যন্ত দাপট দেখাতে পারবে না ঠান্ডা, মনে করা হচ্ছে এমনটাই।