দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
টানাপোড়েনের মাঝে ৪টি পুরনিগমের ভোটের দিনক্ষণ ঘোষণা করল রাজ্য নির্বাচন কমিশন। আগামী ২২ জানুয়ারি পুরভোট ভোট হবে রাজ্যের চারটি পুরনিগম বিধাননগর, চন্দননগর, আসানসোল ও শিলিগুড়িতে। গণনা হবে ২৫ জানুয়ারি। হাওড়ার ভোট নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত জানায়নি কমিশন।
রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছিল, ২০২২ সালের মে মাসের মধ্যে বাকি পুরসভার ভোট করাতে প্রস্তুত তারা। কোভিড পরিস্থিতিতে ভোটারদের কথা ভেবে ৬ থেকে ৮ দফায় ভোট করা হবে। সেই মতোই এবার রাজ্যের চারটি পুরনিগমের দিনক্ষণ ঘোষণা করল রাজ্য নির্বাচন কমিশন। সাংবাদিক বৈঠক করেন রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস। তিনি ঘোষণা করেন, জানুয়ারির ২২ তারিখ ভোট হবে রাজ্যের চারটি পুরনিগম বিধাননগর, চন্দননগর, আসানসোল ও শিলিগুড়িতে।
আগামিকাল অর্থাৎ ২৮ ডিসেম্বর থেকেই শুরু হবে মনোনয়ন পেশ। মনোনয়নের শেষ তারিখ ৩ জানুয়ারি। আজ থেকেই রাজ্যে জারি হয়েছে আদর্শ আচরণ বিধি। তবে নির্বাচনের নিরাপত্তার দায়িত্বে থাকবে রাজ্য পুলিশ নাকি কেন্দ্রীয় বাহিনী, এখনও জানায়নি কমিশন। প্রতিটি বুথে থাকবে সিসিটিভি, জানিয়েছেন সৌরভ দাস। হাওড়ার ভোট নিয়ে এখনও কোনও সিদ্ধান্তের কথা জানাননি রাজ্য নির্বাচন কমিশনার।