দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
করোনা আক্রান্ত প্রাক্তন ভারত অধিনায়ক তথা BCCI প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। গতকাল তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। রাতে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়েছে তাঁকে। তাঁর ভাইরাল লোড ১৯.৫ বলে জানা গিয়েছে।
তাঁর জ্বর , সর্দি-কাশি ছিল। ফলে করোনা পরীক্ষা করা হয়। রিপোর্টে জানা যায় করোনা পজিটিভ সৌরভ। চলতি বছরের গোড়ার দিকে হার্টে তিনটি স্টেন্ট বসেছিল দাদার। কোনও ঝুঁকি না নিয়ে রাতেই তাঁকে আলিপুরের বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত বিসিসিআই সভাপতির শারীরিক অবস্থা স্থিতিশীল। কোভিডের কারণে শরীরে তেমন কোনও জটিলতা নেই।
২০২১ সালের শুরুটা হয়েছিল হাসপাতালে ভরতি হয়ে। দুর্ভাগ্যবশত বছর শেষেও তিনি ফের হাসপাতালে। গোটা বছরে একাধিকবার বিদেশ যাত্রা করেছেন সৌরভ। যে কারণে এক বছরে একশোরও বেশিবার RT-PCR টেস্ট করতে হয়েছে তাঁকে। প্রতিবারই রিপোর্ট নেগেটিভ আসে। কখনও শরীরে করোনার উপসর্গও দেখা যায়নি। কোভিড সংক্রমিত হওয়ায় খানিকটা বিস্মিতই হয়েছেন সৌরভ। স্ত্রী ডোনা ও মেয়ে সানার টেস্ট রিপোর্ট নেগেটিভ।
অবশ্য সৌরভের পরিবারে আগেই মারণ ভাইরাসের প্রবেশ আগেই ঘটেছিল। করোনায় আক্রান্ত হয়েছিলেন সৌরভ গাঙ্গুলির দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়।