দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
কলকাতার আকাশে মেঘের আনাগোনা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ২৮ এবং ২৯ ডিসেম্বর দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ইতিমধ্যেই রাজ্যে প্রবেশ করেছে পশ্চিমি ঝঞ্ঝা। আর সেই কারণেই শীতের মরশুমেই বৃষ্টিপাত। সেই কারণেই উত্তুরে হাওয়ার গতি রুদ্ধ হচ্ছে। খুব স্বাভাবিকভাবেই বাড়বে তাপমাত্রা। শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকার কথা ২৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছুঁতে পারে ১৭ ডিগ্রি সেলসিয়াস।
উত্তুরে হাওয়ার গতিপথে কিছুটা পরিবর্তন এসেছে বলেই জানা গিয়েছে। বঙ্গোপসাগর থেকে আসা জলীয়বাষ্প পূর্ণ বাতাসের প্রভাবেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিন পুরুলিয়া, বাঁকুড়া,পশ্চিম বর্ধমান,বীরভূম সহ একাধিক জেলায় হালকা বৃষ্টিপাত হতে পারে। বুধবার বৃষ্টিপাত বেশ খানিকটা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া বুধবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম,বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ,ঝাড়গাম ও পশ্চিম মেদিনীপুরে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
পাশাপাশি, পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি সহ সংলগ্ন এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা। আগামী দু’ দিন ওই তাপমাত্রা আরও এক থেকে দু’ ডিগ্রি বাড়বে। তাপমাত্রা পরবর্তী তিন দিন বজায় থাকবে। কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে আগামী চার থেকে পাঁচদিন শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। মেঘ-কুয়াশার যুগলবন্দি অব্যাহত থাকবে বলে। জেলা গুলির কিছু জায়গাতেও আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। সকালের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা বেশি।