দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
বাড়ছে রাজ্যের করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৭৫২ জন। সবমিলিয়ে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা এখন ১৬,৩১,৮১৭ জন। কলকাতায় একদিনেই আক্রান্ত ৩৮২ জন।
স্বাস্থ্যদপ্তরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, কলকাতায় সংক্রমণের হার অনেকটাই বেড়েছে। পরিসংখ্যান অনুযায়ী, একদিনে করোনা প্রাণ কেড়েছে রাজ্যের ৭ জনের। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৯,৭৩৩ জন। অবশ্য একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ৭২১ জন। রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৬,০৪, ৬২৭ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যুর হার ১.২১ শতাংশ।