দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
রাজ্যে ফের বৃষ্টির ভ্রুকুটি। শীতের মরশুমে ঠান্ডা গায়েব। ঘূর্ণাবর্তের জেরে রাজ্যে বুধবার রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। শীতের মরশুমে বেমালুম গায়েব ঠান্ডা। শীতের আমেজ গায়ে মেখে সাধারণ মানুষ যখন বর্ষবরণের প্রস্তুতি নিচ্ছেন সেই সময় আবার মতি বদল আবহাওয়ার।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তরপ্রদেশের উপর অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত। যার জেরেই বুধবার রাজ্যের মুর্শিদাবাদ, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাত চলবে বৃহস্পতিবার পর্যন্ত। এদিকে, তাপমাত্রার পারদ ক্রমশ উর্ধ্বমুখী। শীতের ঝোড়ো ব্যাটিং থামিয়ে দিয়েছে পশ্চিমি ঝঞ্ঝা।
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুতি নিচ্ছে সাধারণ মানুষ। আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশ কুমার দাস অবশ্য জানিয়েছে, ৩১ ডিসেম্বর রাজ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। ১ তারিখ থেকে পারদ পতন হতে পারে। কয়েক ডিগ্রি কমবে কলকাতা সহ বিভিন্ন জেলাগুলির তাপমাত্রার পারদ। নতুন বছরে ফের একটি ঝোড়ো ইনিংস খেলতে পারে শীত মনে করছেন আবহাওয়াবিদরা