দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
করোনা পরিস্থিতি ফের অবনতির দিকে যাচ্ছে, তাতে আশঙ্কার মেঘ দেখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের পরিস্থিতি খতিয়ে দেখে, নতুন করে কিছু বিধি নিষেধ জারি হতে পারে বলে ইঙ্গিত দিলেন তিনি। পরিস্থিতি অবনতি হলে পুনরায় স্কুল বন্ধ করার পরিকল্পনার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বুধবার গঙ্গা সাগরে প্রশাসনিক বৈঠক থেকে আধিকারিকদের এই বিষয়ে নির্দেশ দিয়েছেন মমতা।
করোনা সংক্রমণ যদি বাড়ে, তাহলে কিছুদিনের জন্য স্কুল- কলেজ বন্ধ করতে হবে। প্রশাসনিক বৈঠক থেকে এমনটাই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা। মমতা বলেন, ‘থার্ড ওয়েভ আসছে। এই সময় স্কুল, কলেজ খোলা রাখা যায় কি না, তা দেখতে হবে।’ মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকেও মমতা নির্দেশ দেন, করোনা পরিস্থিতি খতিয়ে দেখে স্কুল-কলেজ চালু থাকবে কি না, সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।
স্বাস্থ্য সচিব নারায়ন স্বরূপ নিগমের কাছে করোনা পরিস্থিতি সম্পর্কে জানতে চান মমতা বন্দ্য়োপাধ্যায়। স্বাস্থ্য সচিব জানান, কলকাতা ও শহরতলিতে বাড়ছে সংক্রমণ। মুখ্যমন্ত্রী মুখ্যসচিবকে নির্দেশ দেন যাতে কনটেনমেন্ট জোন তৈরি করার পরিকল্পনা করা হয়। ৩ জানুয়ারি থেকে সেই সংক্রান্ত বিধি জারি করা যায়, নির্দেশ দিয়েছেন মমতা। মুখ্যমন্ত্রী আন্তর্জাতিক বিমানের যাত্রীদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। কোভিড বিধিতে কোনও বদল আনা যেতে পারে কি না, তা খতিয়ে দেখার নির্দেশ দেন তিনি।
করোনা পরিস্থিতিতে অনেক দিন ধরেই বন্ধ ছিল লোকাল ট্রেন। পরে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসায় পরে চালু হয় লোকাল ট্রেন। মমতা নির্দেশ দিয়েছেন, যাতে পরিস্থিতি খতিয়ে দেখে লোকাল ট্রেনের সংখ্যা কিছুটা কমানো যায়। প্রয়োজনে অফিস গুলোতে উপস্থিতি ৫০ শতাংশ করার নির্দেশ দেওয়া হতে পারে। বেসরকারি ক্ষেত্রে ওয়ার্ক ফ্রম হোম করা যেতে পারে।