দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
বিশ্ব জুড়ে নতুন করে বিপদ বাড়াচ্ছে করোনার নয়া স্ট্রেন ওমিক্রন। এই পরিস্থিতিতে গত ২৪ ঘণ্টায় এক ধাক্কায় অনেকটা বাড়ল রাজ্যের দৈনিক সংক্রমণ। একদিনে রাজ্যে করোনা সংক্রমিত হয়েছেন ২,১২৮ জন। পজিটিভিটি রেট এক ধাক্কায় বেড়ে দাঁড়িয়েছে ৫.৪৭ শতাংশে। রাজ্যে একদিনে করোনার বলি ১২ জন।
স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে ১,০৯০ জন কলকাতার। দৈনিক সংক্রমণের নিরিখে এদিন ফের প্রথমে ওই জেলা। আগের দিনের তুলনায় এক ধাক্কায় দ্বিগুণ হয়ে গিয়েছে সংক্রমণ। যা রীতিমতো ভয় ধরিয়েছে কলকাতার মানুষের মনে। দ্বিতীয় স্থানে থাকা উত্তর ২৪ পরগনার একদিনে করোনা আক্রান্ত সেখানকার ৩১৫ জন।
গত ২৪ ঘণ্টায় রাজ্যের কম বেশি সব জেলা থেকেই নতুন আক্রান্তের হদিশ মিলেছে। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৬,৩৫, ০৩৪। রাজ্যে একদিনে করোনা প্রাণ কেড়েছে রাজ্যের ১২ জনের। মৃত্যুর নিরিখে প্রথম স্থানে কলকাতা। একদিনে করোনার বলি হয়েছেন সেখানকার ৪ জন। রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৯, ৭৫৭ জন।
রাজ্যে একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ১,০৬৭ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৬,০৬, ৫০১ জন।শনিবার আসছে নতুন বছর, স্বাভাবিক ভাবেই উৎসবে মাতবেন সকলে। তবে পরিস্থিতি বিবেচনা করে সকলকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে রাজ্য। মাস্ক ব্যবহার করুন ও সামাজিক দূরত্ব বিধি মেনে চলুন।