দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
আসন্ন বিধাননগর মিউনিসিপাল কর্পোরেশন নির্বাচনে তৃণমূলের টিকিটে প্রার্থী হচ্ছেন সব্যসাচী দত্ত। তিনি প্রার্থী হয়েছেন ৩১ নম্বর ওয়ার্ড থেকে। প্রার্থী তালিকায় নিজের নাম বেরোনোর পর এদিন তিনি মন্দিরে গিয়ে পুজোও দিয়েছেন। তিনি মমতা ব্যানার্জির বরাবরের বিশ্বস্ত সৈনিক ছিলেন। গত বিধানসভা ভোটে তিনি বিজেপির প্রার্থী ছিলেন। বিধানসভা ভোটে বিজেপির হয়ে হারের পর তিনি আবার তার পুরোনো দলে ফিরে আসেন। তখন থেকেই তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল।
প্রার্থী তালিকায় নিজের নাম দেখার পর তিনি মমতা ব্যানার্জির প্রশংসা করে বলেন , “উনি মানুষের মন বোঝেন মানুষ কি চান তা ওর চেয়ে কেউ ভালো বোঝেন না।” সব্যসাচীর নাম নিয়ে সকাল থেকেই জল্পনা চলছিল তৃণমূলে। প্রার্থী তালিকা নিয়ে কালিঘাটে জরুরি বৈঠক করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় , অভিষেক বন্দ্যোপাধ্যায় ও ফিরহাদ হাকিম , সুব্রত বক্সী , অরূপ বিশ্বাস। সেই মিটিং থেকে সব্যসাচী দত্তর নাম মনোনীত করা হয়।