দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
বর্ষশেষে উদ্বেগ বাড়াল রাজ্যের কোভিড গ্রাফ। গত ২৪ ঘণ্টায় একধাক্কায় অনেকটাই বাড়ল দৈনিক করোনা সংক্রমণ। কমল দৈনিক মৃতের সংখ্যা। রাজ্যের পজিটিভিটি রেট বেড়ে দাঁড়াল ৮.৪৬ শতাংশ।
রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ৩ হাজার ৪৫১ জন। কলকাতায় একদিনে করোনা আক্রান্ত ১ হাজার ৯৫৪ জন। সংক্রমণের নিরিখে তারপরেই রয়েছে উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা। গত ২৪ ঘণ্টায় করোনা প্রাণ কেড়েছে ৭ জনের। তার ফলে এখনও পর্যন্ত মোট ১৯ হাজার ৭৬৪ জনের মৃত্যু হয়েছে। করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৫১০ জন। পজিটিভিটি রেট বেড়ে দাঁড়াল ৮.৪৬ শতাংশ।
করোনা সংক্রমণ রুখতে যত দ্রুত সম্ভব আক্রান্তদের চিহ্নিত করাই লক্ষ্য। তাই জোর দেওয়া হচ্ছে করোনা পরীক্ষায়। গত ২৪ ঘণ্টায় মোট ৪০ হাজার ৮১৩ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এখনও পর্যন্ত ২ কোটি ১৩ লক্ষ ৯১ হাজার ৮৭২ জনের নমুনা পরীক্ষা হয়েছে। আরও বেশি কোভিড টেস্ট করার পরামর্শ ICMR-এর। ইতিমধ্যেই প্রত্যেকটি রাজ্যের স্বাস্থ্যসচিবকে চিঠি পাঠানো হয়েছে। ভাইরাস মোকাবিলায় টিকাকরণ বাধ্যতামূলক।