দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। নতুন বছরের প্রথম দিনই রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে চার হাজার পার করল। কলকাতায় সংক্রমিত হয়েছেন ২ হাজার ৩৯৮ জন। চিন্তা বাড়িয়েছে ওমিক্রন সংক্রমণ। শনিবার বিকেলেরে স্বাস্থ্যদপ্তরের রিপোর্ট বলছে, বাংলায় ওমিক্রন সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫।
স্বাস্থ্যদপ্তর বলছে, ওমিক্রন দ্রুত সংক্রমণ ছড়ালেও মৃত্যুর হার কম। আবার ওমিক্রনের পাশাপাশি ডেল্টা ভ্যারিয়েন্ট অনেক বেশি প্রাণঘাতী। গত ২৪ ঘণ্টায় রাজ্যে সংক্রমিত হল ৪ হাজার ৫১২ জন। তাঁদের মধ্যে অধিকাংশই কলকাতার বাসিন্দা। ফলে রাজ্যে লাগু হতে পারে আংশিক বিধি নিষেধ। বাতিল একাধিক উৎসব ও কর্মসূচি।