দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
বড়দিন-বর্ষবরণের রাতে জাঁকিয়ে শীত উপভোগ করতে পারেনি শহরবাসী। কিছুটা পুষিয়ে দিল নববর্ষের প্রথম রবিবার। এক ধাক্কায় ২ ডিগ্রি পারদ পতন কলকাতায়। ফলে সকাল থেকেই জাঁকিয়ে শীত শহরে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিলই। সেই মতো মেঘলা ভাব কাটিয়ে ঝকঝকে আকাশ হতেই হিমেল হাওয়ায় ফের কাঁপছে বঙ্গ। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী চার-পাঁচদিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তাই এখন শুধু জমিয়ে শীত উপভোগের সময়। আগামী ৭২ ঘণ্টায় আরও নামবে তাপমাত্রা।
রবিবার কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৪.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস। নতুন বছরে জাঁকিয়ে শীতের পথে ফের কাঁটা পশ্চিমী ঝঞ্ঝা। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী ৪ জানুয়ারি উত্তর-পশ্চিম ভারতে তৈরি হবে এই ঝঞ্ঝা।
যার জেরে রাজ্যে উত্তুরে হাওয়া প্রবেশ বাধাপ্রাপ্ত হবে। এর প্রভাবে ৫ তারিখ থেকে রাতের তাপমাত্রা ঊর্ধ্বমুখী হতে শুরু করবে। পশ্চিমী ঝঞ্ঝা চলে গেলেও এর জেরে জলীয় বাষ্প তৈরি হবে তাতে কুয়াশার পরিমাণ বাড়বে।