দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
ঘূর্ণাবর্তের ঘেরাটোপ পেরিয়ে বর্ষবরণের পর দুয়ারে হাজির উত্তরে হাওয়া। ঝকঝকে রোদের সঙ্গে একধাক্কায় কয়েক ডিগ্রি পারদ পতন। নতুন বছরের শুরুতেই জাঁকিয়ে শীত বাংলায়। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী তিন-চারদিন শুষ্ক থাকবে বাংলার আবহাওয়া। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উত্তুরে হাওয়ার পথে কোনও বাধা না থাকায় জমিয়ে শীতের ব্যাটিং। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামী দু’দিনের রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রী কমে যাওয়ার সম্ভাবনা আছে ।
সোমবার কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২২.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক থাকবে ৯৫ শতাংশ।